টি-টোয়েন্টির শীর্ষে ভারত, পেছাল বাংলাদেশ

14

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর হোয়াইটওয়াশ করেছে ভারত। তাতেই তারা ইংল্যান্ডকে পেছনে ফেলে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে। যদিও ভারত-ইংল্যান্ডের রেটিং পয়েন্ট সমান, তবে ভগ্নাংশের হিসেবে শীর্ষে উঠেছে ভারত।

ভারতের শীর্ষে ওঠার দিনে জায়গা হারিয়েছে বাংলাদেশ। এত দিন নয় নম্বর র‍্যাঙ্কিংয়ে থাকা টাইগাররা এক ধাপ নিচে নেমে দশে অবস্থান করছে।

ভারত-ওয়েস্ট ইন্ডিজের সিরিজ শেষে সোমবার র‍্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি। হালনাগাদকৃত তালিকায় দেখা যায় দেখা যায় ভারত ও ইংল্যান্ডের পয়েন্ট সমান (২৬৯)। তবে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে আছে ভারত।

র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা পাকিস্তানের পয়েন্ট ২৬৬, ২৫৫ পয়েন্ট নিয়ে চারে রয়েছে নিউজিল্যান্ড। পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার জায়গা ধরে রেখেছে ২৫৩ রেটিং পয়েন্ট নিয়ে।

যদিও বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নেই সেরা পাঁচে। অজিরা ২৪৯ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে ছয় নম্বরে। সম্প্রতি ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ৪-১ ব্যবধানে সিরিজ হারালেও ওপরে উঠতে পারেনি র‍্যাঙ্কিং তালিকায়।

অজিদের পরেই রয়েছে ভারতের কাছে হোয়াইটওয়াশ হওয়া ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা ২৩৫ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে সাত নম্বরে। আট নম্বরে থাকা আফগানিস্তানের রেটিং পয়েন্ট ২৩২।

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট সমান ২৩১ থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি জিতে ভগ্নাংশ ব্যবধানে দশ থেকে নয় নম্বরে উঠেছে।

আগামী ৩ ও ৫ মার্চ আফগানিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুটি ম্যাচ জিততে পারলে অন্তত দুই ধাপ এগিয়ে আটে ওঠার সম্ভাবনা থাকবে টাইগারদের।