জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ

18

ভিসিবিরোধী আন্দোলনের জের ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার সন্ধ্যা থেকেই উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বাসভবন ঘেরাও করে রেখেছিলো আন্দোলনকারী শিক্ষকরা।

এসময় উপাচার্যপন্থী একদল শিক্ষক উপাচার্যের বাসভবনে প্রবেশের চেষ্টা করেও পারেননি।

এরপর ছাত্রলীগের একদল নেতাকর্মী ঘটনাস্থলে আন্দোলনকারীদের হটিয়ে দেয়ার চেষ্টা করলে তখন বেশ কয়েকজন আহত হয়।

এ ঘটনার পর সিন্ডিকেটের জরুরি সভা ডাকা হয় এবং সেই সভাতেই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফিরোজ উল হাসান। বলেছেন, আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়জুড়ে অস্থিতিশীলতা তৈরি করা হয়েছে।

‘এছাড়া আন্দোলনের নামে নিষিদ্ধ সংগঠন শিবিরের তৎপরতা শুরু হয়েছে। সেই কারণে সামনে হয়তো বড় দুর্ঘটনা ঘটানোর চক্রান্ত হতে পারে। এসব কারণেই সিন্ডিকেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে’, বলেন প্রক্টর।

তিনি বলেন, শিক্ষার্থীদের বিকেল সাড়ে চারটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। এখন বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ থাকবে এবং ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।