করোনা শনাক্তের সংখ্যা দেড় লাখ ছাড়াতে পারে বৃহস্পতিবার

করোনা সংক্রমণের ১১৭তম দিনে আগামীকাল দেশে শনাক্ত রোগীর সংখ্যা আগামীকাল দেড় লাখ ছাড়িয়ে যেতে পারে। গত ৮ মার্চ থেকে সংক্রমণ শুরু হওয়ার পর আজ বুধবার পর্যন্ত দেশে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ২৫৮ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৭৫ জনের দেহে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪১ জন মারা গেছেন। এসময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৪ জন।

বুধবার অনলাইন হেলথ বুলেটিনে বলা হয়েছে, নতুন নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ৭৭৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ২৫৮ জন। মোট আক্রান্ত শনাক্তের হার ১৯ দশমিক ০৩ শতাংশ। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৮৮-এ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪শ’ ৮৪ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ হাজার ১০২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪১ দশমিক ৬১ শতাংশ।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের ৩৮ জন পুরুষ, তিনজন নারী। এদের মধ্যে ত্রি‌শোর্ধ্ব চারজন, চল্লি‌শোর্ধ্ব পাঁচজন,পঞ্চা‌শোর্ধ্ব ১২ জন, ষা‌টোর্ধ্ব ১১ জন, স‌ত্তরোর্ধ্ব সাতজন, ৮০ বছরের বেশি বয়সী একজন এবং শতবর্ষী একজ‌ন রয়েছেন। ২৩ জন মারা গেছেন হাসপাতালে এবং বাড়িতে মৃত্যু হয়েছে ১৮ জনের। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে পাঁচজন, বরিশাল বিভাগে তিনজন, সিলেট বিভাগে দুজন এবং রংপুর বিভাগে একজন।

করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১ কোটি ৫৯ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৫ লাখ ১৪ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৮ লাখ ১২ হাজারের বেশি মানুষ।