টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাকি দুই ম্যাচে জিততেই হবে লাল-সবুজের দলকে। এমন সমীকরণের সামনে আজ মঙ্গলবার স্বাগতিক ওমানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়ে সাফল্য আসেনি। তাই আজ ঝুঁকি নেননি মাহমুদউল্লাহ। বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে আজ ওমানকে হারাতেই হবে বাংলাদেশকে।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ। ব্যাট হাতে চরম ব্যর্থ ছিলেন সাকিবরা। ওপেনিংয়ে বরাবরের মতো হতাশ করেছেন সৌম্য সরকার-লিটন দাস। ভালো করেনি মিডল অর্ডারও। সবমিলিয়ে ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। টুর্নামেন্টে তাদের অবস্থাও এখন নড়বড়ে। তাই শেষ দুই ম্যাচে জয় ছাড়া বিকল্প পথ নেই লাল-সবুজের দলের।

এর আগে একবার ওমানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ওমানকে বৃষ্টি আইনে ৫৪ রানে হারিয়েছিল বাংলাদেশ।

তবে বিশ্বকাপের আগে টানা দুই ম্যাচ হারে বাংলাদেশের আত্মবিশ্বাসে চিড় ধরেছে। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের পর, বিশ্বকাপে স্কটল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। অন্যদিকে ওমান নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারানোর আত্মবিশ্বাস নিয়ে আজ মাঠে নেমেছে।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, মাহেদী হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

ওমান দল: জিশান মাহমুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস (সহঅধিনায়ক), যতিন্দর সিং, খাওয়ার আলী, মোহাম্মদ নাদিম, আইয়ান খান, সুরাজ কুমার, সন্দীপ গৌর, নেস্টর ধাম্বা, কালিমুল্লাহ, বিলাল খান, নাসিম খুশি, সুফিয়ান মেহমুদ, ফাইয়াজ বাট, খুররম খান।