বিশ্বজুড়ে দেশে দেশে নতুন বছর উদযাপন

27

বিশ্বের অনেক দেশে বর্ণিল আয়োজনের মাধ্যমে স্বাগত জানানো হয়েছে নতুন বছরকে। ঘড়ির কাঁটায় ১২টা বাজার সাথে সাথে আতশবাজিসহ নানান আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছে সবাই।

ভৌগলিক কারণে পৃথিবীর সর্বপ্রথম দেশ হিসেবে ইংরেজি নববর্ষ অর্থ্যাৎ ২০২৪ সালকে স্বাগত জানিয়েছে কিরিবাতি। এরপর নতুন বছরকে স্বাগত জানান নিউজিল্যান্ডবাসী।

অস্ট্রেলিয়ার সিডনি শহরের অপেরা হাউস ও হারবার ব্রিজ এলাকায় ১০ মিনিট ধরে আতশবাজি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এছাড়া আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিশ্বের বাকি দেশগুলোতেও বরণ করে নেওয়া হবে নতুন বছরকে। যুক্তরাষ্ট্রে নতুন বছরকে বরণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ার কর্তৃপক্ষ নতুন বছরকে বরণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সেখানে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফ্রান্সও রাত ১১ টায় (জিএমটি) নতুন বছরকে স্বাগত জানাবে। ইতিমধ্যে দেশটিতে নতুন বছরকে বরণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের সরকারি গোয়েন্দা সংস্থার প্রধান সেলিন বার্থন। নির্বিঘ্নে নতুন বছরকে স্বাগত জানাতে দেশজুড়ে আইন প্রয়োগকারী সংস্থার অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।