নিত্যপণ্যের দাম বেশি রাখায় জরিমানা

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে মনিটরিং টিমের (১) অভিযানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে অধিক মূল্যে খাদ্যপণ্য বিক্রি না করার জন্যে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া পূর্ববর্তী নির্দেশনা অমান্য করায় ৪ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া কৃষি বিপণন আইন ২০১৮ এর অধীনে ১ টি মামলায় গড়েয়ায় একটি রাইস মিলের মালিকে অধিক মূল্যে চাল বিক্রির অপরাধে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.কেএম কামরুজ্জামান সেলিমের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলমের নেতৃত্বে বাজার মনিটরিং টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান ও ফজলে রাব্বানী চৌধুরী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের সাথে নিয়ে ঠাকুরগাঁও সদরের পুরাতন বাসস্ট্যান্ড, গড়েয়া হাটের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দোকান ও চালকল পরিদর্শন করা হয়।

অন্যদিকে টিম (২) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলামের নেতৃত্বে বাজার মনিটরিং টিম নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ভুল্লী বাজারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ও আড়ত পরিদর্শন করেন।

এসময় স্থানীয় ক্রেতাদের সাথে আলোচনা করার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীদেরকে মজুদ না করতে ও ন্যায্যমূল্যে চাল বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়। সেই সাথে  দু’জন পেঁয়াজ-রসুনের আড়তদারকে অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে জরিমানা করা হয়েছে।

সকল ব্যবসায়ীদেরকে বাজার নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।