ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে গিয়ে ৪০টি ঘর পুড়ে ছাই

প্রতীকী ছবি

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ২০টি পরিবারের ৪০টি ঘর আগুনে পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার রাতে উপজেলার রাতোর ইউনিয়নে রাতোর গ্রামে ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপের আগুন থেকে এ ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো– বুদ্ধিনাথ, ভেনসা, ভোগেন, পাথারু, মাঝিল, কামিনী, ধোনদেব, বকুল, ফুলসরি, হরিপদ, সফিন, গবিন, আলতা, তুরেন, গোদাসহ আরো কয়েকজন।

স্থানীয়রা জানান, ওই গ্রামের পাথারু নামের এক ব্যক্তির বাড়িতে ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে গিয়ে আগুনের সূত্রপাত ঘটছে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিকে খবর দেয়। ফায়ার সার্ভিসের পীরগঞ্জ ও রাণীশংকৈলের দুই ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্থ এলাকায় ছুটে আসেন রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম। এসময় তারা ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারের মাঝে ২০০০ টাকা, ১টি করে কম্বল দিয়ে সহযোগিতা করেন।

পরবর্তীতে ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সবুর নিজ উদ্যোগে এসব পরিবারের মাঝে চিড়া-মুড়ি, গুড় বিতরণ করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারগুলো দরখাস্ত দিলে আরও সহযোগিতা করা হবে।