কুমিল্লার চৌদ্দগ্রামে বুধবার পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে এক প্রতিবন্ধী কিশোরকে খুঁজে পেয়েছেন তার বাবা।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, রবিউল আলম (১৫) নামের ওই কিশোরকে তার পিতার কাছে বুঝিয়ে দিয়েছে পুলিশ।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, রবিউল নাঙ্গলকোট উপজেলার মালনচর গ্রামের মজিবুল হক মিজানের ছেলে।
তিনি আরও জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম থানাধীন কেছকিমুড়া নামক স্থানে এক মানসিক প্রতিবন্ধী ছেলে ঘুরছে জানিয়ে গত মঙ্গলবার রাতে জাতীয় জরুরি সেবায় ফোন করে জানান এক ব্যক্তি। পরে পুলিশ ওই কিশোরকে উদ্ধার করে তার দেয়া তথ্যের ভিত্তিতে পরিবারের সাথে যোগাযোগ করে।