হত্যা মামলার আসামির মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

হত্যা মামলার প্রধান আসামীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে টাঙ্গাইল নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নে। একই দাবিতে রাজধানীতে সংবাদ সম্মেলন করেছেন নিহত নুরুল হুদার বৃদ্ধা মা।

মঙ্গলবার বিকালে সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীসহ স্থানীয় মানুষজন। সলিমাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম অপুর মনোনয়ন বাতিলের দাবি ওঠে বিক্ষোভে।

এতে জানানো হয়, ২০১৬ সালে নুরুল হুদা মামলার প্রধান আসামী এই সাহিদুল ইসলাম অপু। এছাড়া মুক্তিযোদ্ধা নাজমুল হোসেনের হাত কেটে দেওয়া এবং শ্রমিক লীগের নেতা সনেটকে পঙ্গু করে দেয়ার মামলার আসামিও সে।

অন্যদিকে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সন্তান নুরুল হুদা হত্যা মামলার প্রধান আসামী অপুর মনোনয়ন বাতিল দাবি করে তাকে শাস্তির আওতায় আনার দাবি তোলেন মা নূর নাহার বেগম। তিনি বলেন, আওয়ামী লীগের মতো দলের কি হত্যা মামলার আসমীকে মনোনয়ন দেয়া ছাড়া আর কোনো প্রার্থী ছিল না?

সংবাদ সম্মেলনে সলিমাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ার ম্যান আবু দাউদ ও নুরুল হুদা হত্যা মামলার বাদী নাজমুল হুদা উপস্থিত ছিলেন।