হজ্জ ও উমরার খরচ কমানোর কার্যকর উদ্যোগ চায় জামায়াত

হজ্জ ও উমরার খরচ কমানোর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে বলে দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া হজ্জব্যবস্থাপনার জন্য স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করতে হবে বলেও প্রস্তাবনা দিয়েছে দলটি।

রাষ্ট্র সংস্কারে দেওয়া প্রস্তাবনায় জামায়াতে ইসলামী এ দাবি জানায়। বুধবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্র সংস্কারের এ প্রস্তাবনা ঘোষণা করে জামায়াতে ইসলামী।

‌‘ধর্ম মন্ত্রণালয় সংস্কার প্রস্তাবনা’য় জামায়াতে ইসলামী জানায়:
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশকে (ইফাবা) রাষ্ট্রের কল্যাণে অর্থবহ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।
ইমাম প্রশিক্ষণ একাডেমিকে স্বতন্ত্র সংস্থা বা দপ্তরে রূপান্তর করতে হবে, যাতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে।
ইসলামিক মিশনকে সরাসরি মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
হজ্জব্যবস্থাপনার জন্য স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করতে হবে।

হজ্জ ও উমরার খরচ কমানোর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
ইসলামিক ফাউন্ডেশনে একটি গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে, যেখানে দেশের বরণ্যে আলেমগণ সম্পৃক্ত থাকবেন।
বিতর্কিত সকল বই বাতিল ও প্রকাশনা বন্ধ করতে হবে।
সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় কার্যক্রম পরিচালনার অধিকার নিশ্চিত করতে হবে।