রাজধানীর বংশালের সিক্কাটুলিতে স্ত্রীর সঙ্গে অভিমান করে সিয়াম (২৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগে পাওয়া গেছে। গতকাল সোমবার (২৯ জানুয়ারি) রাতে সিক্কাটুলি লেন মাজার গলির বাসায় এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ায়রি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সিয়ামের ছোট ভাই মো. সায়েম জানান, তার বড় ভাই সিয়াম মুরগির ব্যবসা করতেন। তার ঘরে স্ত্রী রানী আক্তার ও তিন বছরের এক মেয়ে রয়েছে। এক সপ্তাহ আগে সিয়ামের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করে স্ত্রী রানী আক্তার রায়েরবাগে তার বাবার বাসায় চলে যান।
মো. সায়েম বলেন, ‘আজ স্ত্রী-সন্তানকে আনতে শ্বশুরবাড়ি যান বড় ভাই। কিন্তু, স্ত্রী-সন্তান তার সঙ্গে আসেনি। অভিমান করে বাসায় এসে নিজের রুমের দরজা বন্ধ করে দেন। অনেক ডাকাডাকির পরও দরজা খুলেন না। একপর্যায়ে দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পাই। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘মুমূর্ষু অবস্থায় পরিবারের সদস্যরা ওই যুবককে (সিয়াম) উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। শুনেছি, স্ত্রীর সঙ্গে অভিমান করে ওই যুবক আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানায় জানানো হয়েছে।’