স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিল হিতে বিপরীত হবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাবেক সভাপতি সাহাবুদ্দিন লাল্টু।
তিনি বলেন, সরকার আলজাজিরা থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য শহীদ জিয়ার বীর মুক্তিযোদ্ধা খেতাব বাতিল করেছে।
শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে কানাডা প্রবাসী সাবেক এই ছাত্রনেতা এসব মন্তব্য করেন।
সাহাবুদ্দিন লাল্টু বলেন, যতবার স্বাধীনতার কথা আপনি বলেন, ততবারই আবার পাক হানাদার বাহিনীর নির্যাতনের কথাও বলেন। কেন বলেন? বলেন কারণ এ দুটো পরস্পর সম্পর্কযুক্ত।
এই উদাহরণ টেনে ছাত্রদলের সাবেক সভাপতি সাহাবুদ্দিন লাল্টু বলেন, সরকার আলজাজিরা থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য শহীদ জিয়ার বীর মুক্তিযোদ্ধা খেতাব বাতিল করেছে। কিন্তু এতে হিতে বিপরীত হবে। কারণ মানুষ যতবার এ খেতাব বাতিলের বিষয়টি মনে করবে, ততবারই আল জাজিরার প্রতিবেদনটিও স্বত:স্ফূর্তভাবেই মনে করবে।
এর ফলে সরকার নিজের পায়ে দীর্ঘস্থায়ী একটি কুড়াল মারলো বলেও মন্তব্য করেন সাবেক ছাত্রনেতা সাহাবুদ্দিন লাল্টু।