সংস্কার বিএনপি করবে, ভোট দেন: ড. কামাল

ড. কামাল হোসেন লিখিত বক্তব্য বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাবকে সফল করতে রাজনৈতিক দলগুলোর ধৈর্য্য ধরা উচিত। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সস্টিটিউটে গণফোরামের সপ্তম কাউন্সিলে লিখিত বক্তব্যে তিনি একথা জানান। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি ও বামনেতারা বলেছেন পুলিশ ও নির্বাচনী সংস্কার শেষে দ্রুত ভোট দেওয়া উচিত, বাকী সংস্কার করবে নির্বাচিত সরকার।

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের সপ্তম জাতীয় কাউন্সিল কাউন্সিল উদ্বোধন করেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ফারহানুল ইসলাম ভূঁইয়ার বাবা শহিদুল ইসলাম ভূঁইয়া।

শনিবার (৩০ নভেম্বর) সকালে জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করা হয়। এরপর জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন করে শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়।

এ সময় ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল হক, বাসদের সাবেক সাধারণ সম্পাদক খালেকুজ্জামান উপস্থিত ছিলেন।

গণফোরাম নেতারা জানিয়েছে, দলের সপ্তম এই কাউন্সিলে সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসিন মন্টু ও সাধারণ সম্পাদক হিসেবে ডা. মিজানুর রহমানকে নির্বাচন করা হতে পারে।