শেখ হাসিনার প্রার্থীকে নৌকায় ভোট দিন: এম আব্দুল লতিফ

রিয়াজ উদ্দিন: চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও টানা তিনবারের নির্বাচিত এমপি এম আব্দুল লতিফ নির্বাচনী গণসংযোগে বলেছেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পিছিয়ে থাকা একটি দেশকে কিভাবে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করলেন, বিশ্ববাসীর সামনে তা বিস্ময়ের বড় বিস্ময়, অভূতপূর্ব এক জাদু। আজকের বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। বিশ্বের মানচিত্রে নব পরিচয়ের আত্মমর্যাদাশীল বাংলাদেশের ক্যারিশম্যাটিক নির্মাতা প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার গঠনের লক্ষ্যে নৌকায় ভোট দিন।

তিনি বলেন, বিশ্বের ভূ-রাজনৈতিক চলমান প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার যেকোন রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে শেখ হাসিনা অনিবার্য এক গুরুত্বপূর্ণ ব্যক্তি। বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন টেকসই করেছেন বলেই বিশ্বের ক্ষমতাধর মোড়লদের চোখে চোখ রেখে তিনি বাংলাদেশের হয়ে কথা বলতে পারছেন। এমন চৌকস, মেধাবী, রাজনৈতিক দূরদৃষ্টিসম্পন্ন রাষ্ট্র নায়কের হাতেই বাংলাদেশ নিরাপদ। তাই সকল মতভেদ, দলীয় মতপার্থক্য ভুলে আসুন নৌকায় ভোট দেই।

চটগ্রাম উন্নয়নের দ্বায়িত্ব নিজ কাঁধে নিয়ে প্রধানমন্ত্রী আমার আসনে রিংরোড, শহর রক্ষা বাঁধ, ফ্লাইওভার, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, বে টার্মিনাল ও চীনের সাংহাই শহরের আদলে ওয়ান সিটি টু টাউন বানাতে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ করেছেন রোমাঞ্চকর টানেল। যোগাযোগ ও অর্থনৈতিক জোন হিসেবে কোরিয়ান ইপিজেডে বিশাল কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এত যুগান্তকারী উন্নয়নের কৃতজ্ঞতা জানাতে সারাদেশে শেখ হাসিনার প্রার্থীকে নৌকায় ভোট দিন।

উক্ত গণসংযোগকালে হাজার হাজার সাধারণ মানুষ, স্থানীয় কাউন্সিলর, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ,স্বাধীনতা নারী শক্তি, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।