শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা নিতে হবে: মান্না

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন ভিক্ষুকের মতো মোদির পায়ে গিয়ে পড়েছেন। আর কোথাও আশ্রয় পাচ্ছেন না। দেশেও ফিরতে পারছেন না। যারা ভবিষ্যতে ক্ষমতায় যেতে চান তাদের বলি, শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা নিতে হবে।’

শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের কালিতলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিজয় সমাবেশে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।

পুলিশ বাহিনী সম্পর্কে মান্না বলেন, পুলিশ জিডি নেয় না। তদন্ত করতে বললে তদন্ত করে না। তারা শেখ হাসিনার শাসনামলে জনগণের ওপর অত্যাচার করেছে। তারা যত অত্যাচার করেছে, জনগণের রাগ শেষ পর্যন্ত থামাতে পারেনি। বর্তমান সরকার বলেছে, যে পুলিশ অন্যায়ভাবে গুলি চালিয়েছে তাদের শাস্তি হবে। এখনো কোন কোন মহল পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করতে চাইছে।

মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকার প্রধান ড. ইউনূস বলেছেন, ‘বিদেশে পাচার করা ২৫ লাখ কোটি টাকা ফেরত আনা হবে। আমাদের দাবি, যদি ওই টাকা ফেরত আনা হয়, তাহলে সেটা গরিবের কল্যাণে ব্যয় করতে হবে।’

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘আমরা শেখ হাসিনার আমলের মতো নির্বাচন চাই না। যারা ক্ষমতায় আছেন, তারা বলেছেন, আগামী বছরের মধ্যে হয়তো তারা সুন্দর ভোট দিতে পারবেন। আমরা সেই আশাই করছি।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারসহ মাঝিহট্ট ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ।