টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১২ মিনিটে এ মোনাজাত শুরু হয়, যেখানে দেশ-বিদেশ থেকে আসা লাখো মুসল্লি অংশ নিয়েছেন।
তাবলীগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি ও কাকরাইল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ মোনাজাত পরিচালনা করছেন। এসময় মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।
মোনাজাত নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ভোর ৬টা থেকে ইজতেমা ময়দানগামী গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়, যা মোনাজাত শেষে পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ।
গতকাল রাত থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে ছুটে আসতে থাকেন। প্রচণ্ড শীতের মধ্যেও লাখো ধর্মপ্রাণ মানুষ শেষ মুহূর্তে মোনাজাতে অংশ নিতে চেষ্টা করেন। তবে স্থান সংকুলানের অভাবে অনেকেই মূল ময়দানে প্রবেশ করতে পারেননি।
এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ ফজর থেকে পাকিস্তানের মাওলানা খোরশেদ বয়ান করেন, যা বাংলায় অনুবাদ করেন মাওলানা উবায়দুর রহমান। এছাড়া ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা ওলামাদের উদ্দেশে এবং মাওলানা আকবর শরিফ মাদ্রাসার ছাত্রদের উদ্দেশে বিশেষ বয়ান দেন। দিনভর বিভিন্ন সময় ভারতের মাওলানা ইসমাইল গোদরা, মাওলানা জুহায়ের ও মাওলানা ইব্রাহিম দেওলা গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুরু হয়ে আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে, যেখানে আরও লাখো মুসল্লি অংশগ্রহণ করবেন