আব্দুর রহমান নোমান: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুফল ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে ভোলার লালমোহন উপেজলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় লালমোহনে ইউনিয়ন পর্যায়ে অনলাইনে জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার লালমোহন ইউনিয়ন পরিষদের আয়োজনে বালামচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা এ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা গ্রাম পর্যায়ে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে চাই। এজন্যই আমরা প্রচার প্রচারণা চালিয়ে ইউনিয়ন পর্যায়ে জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেছি। আমি সবাইকে অনুরোধ করব যাদের এখনও নিবন্ধন সম্পন্ন হয়নি তারা যেন এই সেবা নেন। আর যারা এই সেবা দেওয়ার সাথে যুক্ত রয়েছেন তারা মূলত দেশকেই সেবা দিচ্ছেন। সুতরাং সাধারণ মানুষকে ভালোভাবে সেবা দিতে হবে।
লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহাম্মদ, লালমোহন ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিয়া, ইউনিয়ন পরিষদের সব মেম্বার সহ স্থানীয় জনসাধারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।