রাষ্ট্রপতির সংলাপকে ‌‘ভেল্কিবাজি’ বলছে বিএনপি

নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সাথে যে সংলাপ আহ্বান করেছেন তাকে ভেল্কিবাজি বলে আখ্যায়িত করেছে বিএনপি।

সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংলাপের নামে যে ভেল্কিবাজি করছে তার জন্য আওয়ামী লীগকে জবাব দিতে হবে।

সংলাপের প্রথমদিন প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আলোচনায় বসবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। এরপর মঙ্গলবার বৈঠকে অংশ নেবে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ।

এর আগে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান ইসির পাঁচ বছরের মেয়াদ শেষের দিকে থাকায় নতুন কমিশন গঠনের আগে সংলাপ আহ্বান করেছেন।

রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি, সেই কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।