হেলাল উদ্দিন
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে দুটি গুলি এসে পড়েছে। একটি গুলি বন্দরের মূল ভবনের কাঁচের গ্লাসে আঘাত করার ফলে গ্লাসটি ভেঙে যায়, অপর গুলিটি বন্দরের অভ্যন্তরে থাকা একটি ট্রাকের সামনের গ্লাসে আঘাত করে।
বুধবার ১৮ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে।
টেকনাফ স্থল বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার জসিম উদ্দিন জানান, মিয়ানমারের দিক থেকে গোলাগুলির শব্দ ভেসে আসে। হঠাৎ করে দুইটি গুলি এসে পড়ে বন্দরে। একটি গুলি বন্দরের মূল ভবনের হিসাব কক্ষের রুমের জানালার কাঁচের গ্লাসে আঘাত করলে গ্লাসটি ভেঙে যায়। অপর গুলিটি একটি ট্রাকের সামনের গ্লাসে লেগে গ্লাসটি ছিদ্র হয়ে যায়। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিয়ানমারের দিক থেকে থেমে থেমে গুলিবর্ষণের শব্দ ভেসে আসছিল। স্থলবন্দর এলাকায় আতংক বিরাজ করছে।