মানবতার ফেরিওয়ালা ঠাকুরগাঁও সদর থানার এস আই আনিছুর

ঠাকুরগাও সদর থানার বালিয়া ইউনিয়নের কুমারপুর গ্রামে মঙ্গলবার দুপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে সদর থানার কিলো ওয়ান ডিউটি অফিসার এসআই আনিসুর রহমানকে কল দিয়ে বিষয়টি জানানো হয়।

এসআই আনিসুর রহমান আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের একটি দলকে সংগে নিয়ে ছুটে যান ঘটনাস্থলে।

তারা ঘটনা স্থলে পৌঁছে প্রানপন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ঐ গ্রামের প্রতিবন্ধী ভবেশ চন্দ্রের বাড়ি আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। দুঃখের বিষয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টার পরেও সর্বশান্ত হয়ে যায় অসহায় ও প্রতিবন্ধী ভবেশ চন্দ্র।

এসময় ডিউটি অফিসার আনিসুর রহমান প্রিয়দেশ নিউজকে জানান, আমরা আমাদের যথেষ্ট চেষ্টা করেছি। কিন্তু অসহায় প্রতিবন্ধী ভবেশের ক্ষতি হতে আমরা রক্ষা করতে পারি নাই। তার প্রায় দু’লাখ টাকা ক্ষতি হয়েছে আগুনে পুড়ে।

বর্তমানে যে দু’মুঠো ভাত কিনে খাবে এমন সামর্থ্য ভবেশের নেই। তাই তাৎক্ষণিকভাবে এসআই আনিসুর রহমান ভবেশ এর হাতে নগদ কিছু টাকা দিয়ে সান্ত্বনা দেয়।

একজন পুলিশ কর্মকর্তার এমন মহানুভবতা দেখে এলাকাবাসি বলতে থাকেন পুলিশ নয় এ যেন মানবতার ফেরিওয়ালা।