মতবিনিময় সভায় সাইফুল আলম  গুপ্ত রাজনীতি সুষ্ঠু ধারার রাজনীতির পথে অন্তরায়  চট্টগ্রাম মহানগর ছাত্রদলের

মোঃ রিয়াজ উদ্দিন চট্টগ্রাম ব্যুরো

 

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম বলেন, ছাত্ররাজনীতির যে চেতনায় আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই চেতনায় স্বাধীন এই দেশকে এগিয়ে নিতে ছাত্রদল কার্যকর ভূমিকা পালন করবে। স্বাধীনতা বিরোধী চেতনাকে যারা অন্তরে ধারণ করে তাদের পক্ষেই গুপ্ত রাজনীতি সম্ভব। গুপ্ত রাজনীতি সুষ্ঠু ধারার রাজনীতির পথে অন্তরায়।

২রা অক্টোবর ২০২৪ ইং বিকাল তিনটায় নাসিমন ভবন ছাত্রদল কার্যালয়ে সরকারি সিটি কলেজ ছাত্রদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতির ইতিবাচক ও নেতিবাচক দিক থাকলেও কলেজ প্রশাসনের সঙ্গে নানা বিষয়ে বোঝাপড়ার ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে উঠে। ছাত্র রাজনীতি না থাকলে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব তৈরি হয় না। ফলে কলেজ প্রশাসন স্বেচ্ছাচারী হয়ে উঠে এবং দুর্নীতিতে যুক্ত হ‌ওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়। আমরা চাই হল গুলো খুলে দেয়া হোক। মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দেয়া হোক। ক্যাম্পাসে সকল রাজনৈতিক দলের সহাবস্থান থাকলে কোন দল তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না।

প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, ফ্যাসিবাদী সরকারের অপরাজনীতির কারণে অনেক মেধাবী শিক্ষার্থীর মেধার অপমৃত্যু ঘটেছে। তারা সমাজের বোঝায় পরিণত হয়েছে। ছাত্র রাজনীতি হবে যারা ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে নেতৃত্ব দেবে, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় নেতৃত্ব দেবে, সমাজের নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে নেতৃত্ব দেবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে নেতৃত্ব দেবে, তাদের জন্য। এইসব সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমেই ছাত্ররা সঠিক নেতৃত্ব শিখবে। ছাত্ররাজনীতি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি দেশ নিয়ে ভাবতে সাহায্য করে এবং দেশপ্রেম জাগ্রত করে।

সরকারি সিটি কলেজ ছাত্রদলের আহবায়ক সোহেল সিদ্দিকী রনির সভাপতিত্বে ও আবদুল মজিদ ছোটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিঠু ,সদস্য কামরুল হাসান আকাশ, সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক যথাক্রমে ইসমাইল ভুঁইয়া, মোঃ মাসুদ, আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ আল মামুন, নজরুল ইসলাম নিলয়, মহিউদ্দিন, সদস্য যথাক্রমে ফয়েজ উল্লাহ, মামুনুর রশিদ, মোঃ আলাউদ্দিন, মোঃ শাহ নেওয়াজসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এছাড়াও বিকাল চারটায় এক‌ই কার্যালয়ে সরকারি কমার্স কলেজ ছাত্রদলের মতবিনিময় সভায় আহবায়ক মেহেদী হাসান রায়হান ও সদস্য সচিব ফয়সাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক যথাক্রমে মামুন চৌধুরী মামুন, আবদুল মুরাদ, মিজানুর রহমান, আকতার হোসেন পলাশ, মিন্টু, শাহীন,আকাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।