ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদরে ভ্যানচালক রেজাউল শেখ হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে এ দন্ডাদেশ প্রদান করেন দায়রা জজ আদালতের বিচারক এস এম সাইফুল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, জেলা শহরের মুরারিদহ গ্রামের ভ্যান চালক রেজাউল শেখ ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি রাতে ফোন কলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসে না। পরদিন সকালে ঝিনাইদহ ক্যাডেট কলেজের পেছনে রেজাউলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরে ১২ ফেব্রুয়ারি নিহতের স্ত্রী আনজিরা খাতুন বাদী হয়ে সদর থানায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটির তদন্ত শেষে ২০১৪ সালের ২৫ ডিসেম্বর পুলিশ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত রনজিত বিশ্বাস, আকতার হোসেন, মঞ্জুর আলম ও বসির উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। দন্ডিত আসামি রনজিত বিশ্বাস পলাতক রয়েছে। দন্ডিত আসামিদের বাড়ি শহরের আরাপপুরে।