পেয়ার ইসলাম নূরউদ্দিন (ভোলা)
ভোলা সদর থানার রৌদের হাট এলাকায় নৌবাহিনীর যৌথ অভিযানে দু’জনকে আটক করা হয়েছে। এরমধ্যে মনির হোসেন ব্যাপারী চিহ্নিত ডাকাত, অস্ত্র ব্যবসায়ী ও চাঁদাবাজ এবং মোঃ রাসেল মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে নৌবাহিনী।
নৌবাহিনী কন্টিনজেন্ট জানায়, সরকারের নির্দেশনা মোতাবেক ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২৬ অক্টোবর) ভোর রাতে নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা সদর থানার রৌদের হাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত ডাকাত, অস্ত্র ব্যবসায়ী ও চাঁদাবাজ মোঃ মনির হোসেন ব্যাপারী ও মাদক ব্যবসায়ী মোঃ রাসেলকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে নৌবাহিনী আরও জানায়, আটকদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তল্লাশী করে ১টি দেশীয় রিভলবার, ৫টি রাম-দা, ৩টি ক্রীজ, ১টি ড্রেগার, ২টি বল্লম, ৩টি দা, ১টি চাবুক, ১টি চাইনিজ হেমার, ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়। উক্ত অভিযানে ভোলা সদর থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেছেন।
নৌবাহিনী জানায়, আটকদের নামে ভোলা সদর থানায় একাধিক মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ মালামালসহ আটক ব্যক্তিদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিতি টহল অভিযান চলমান থাকবে।