ভোলা সরকারি কলেজে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

পেয়ার ইসলাম নূরউদ্দিন, ভোলা:

“বৃক্ষ লাগাই ভূরি ভূরি, ‘তপ্ত বায়ু শীতল করি, ফলবৃক্ষ করব চাষ, ‘কাটব না আর একটি গাছ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার সরকারি কলেজে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে যুব রেডক্রিসেন্ট ভোলা সরকারি কলেজ টিমের আয়োজনে ক্যাম্পাসে এই কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.টি.এম রেজাউল করিম।

পরে কলেজের বিজ্ঞান ভবন ও ছায়াবীথি চত্বরে ফলদ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়। এসময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. মহিউদ্দীন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও যুব রেডক্রিসেন্ট কলেজ টিমের সম্পাদক মো. জামাল উদ্দীন, দলনেতা (ভারপ্রাপ্ত) মো. তাওহীদসহ কলেজ ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।