ভিসেরা প্রতিবেদনে ঠাকুরগাঁওয়ের আলোচিত মিলি হত্যাকান্ড

ঠাকুরগাঁওয়ের আলোচিত মিলি হত্যাকান্ডের ঘটনায় ভিসেরা রিপোর্ট পাওয়া গেছে। এতে তাকে আগুনে পুড়িয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে রিপোর্টে জানানো হয়।

আজ সোমবার সিআইডি’র মামলার তদন্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিলি চক্রবর্তীর মৃত্যুর কারন আমাদের কাছে স্পষ্ট। তার ভিসেরা রিপোর্ট আমাদের হাতে এসেছে। আমরা সে অনুযায়ী তদন্ত পরিচালনা করবো। এর আগে এ ঘটনায় ছেলে অর্ক রায় রাহুল ও আমিনুল ইসলাম সোহাগ নামে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তারা জেলহাজতে রয়েছেন।

উল্লেখ্য, গত ৮ জুলাই সকালে শহরের মোহাম্মদ আলী সড়কের পাশে, নিজ বাসার গলি থেকে মিলি চক্রবর্তীর মরাদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিয়ে শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। এর দুইদিন পর ১০ জুলাই পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। গত ৫ আগষ্ট মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়। মিলি চক্রবর্তীর সামাজিক যোগাযোগ মাধ্যমের অপ্রীতিকর মেসেজ নিয়ে ঝামেলার বিষয় প্রকাশ হলে এতে মিলির ছেলে ও আমিনুল ইসলাম সোহাগের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। মেসেজের জেরেই মিলিকে হত্যা করা হতে পারে বলে ধারনা পুলিশের।