ভারত ও ইংল্যান্ড চলমান টেস্ট সিরিজের শেষ ম্যাচে লড়াইয়ে নামছে আগামী ৮ মার্চ। সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে আছে। এই সিরিজে পিচ নিয়ে বিতর্ক রয়েছে। আহমেদাবাদে তৃতীয় টেস্টে মাত্র দুই দিনে শেষ হয়েছে খেলা। সিরিজের শেষ টেস্টের পিচ কেমন হবে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
শেষ টেস্টে জিতলে বা ড্র করলেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবেন কোহলিরা।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, পিচ নিয়ে ইংল্যান্ড শিবিরে অসন্তোষ রয়েছে। এমন সময়ে ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসার গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।
পিচ নিয়ে সমালোচনা করে ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসার বলেন, ‘বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়াম খুব সুন্দর। সেখানে টেস্ট ম্যাচ দুদিনে শেষ হয়ে গেল, এটা মানায় না। পিচ কিউরেটরের ভালো উইকেট উপহার দেওয়া উচিত ছিল। চতুর্থ টেস্টেও যদি এমন উইকেট হয়, তবে ভারতের পয়েন্ট কাটা উচিত আইসিসির। ঘূর্নি পিচে আপত্তি নেই। কিন্তু চেন্নাইয়ের চেয়েও আহমেবাদের উইকেট খারাপ ছিল।’