বীর মুক্তিযোদ্ধা কলিমউল্লাহ চৌধুরীর নামাজের জানাযায় শোকার্ত মানুষের ঢল

 

মোঃ রিয়াজ উদ্দিন।

বীর মুক্তিযোদ্ধা ও ষাট দশকের তুখোর ছাত্রনেতা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ কলিমউল্লাহ চৌধুরীর নামাজের জানাজা আজ রোববার বাদ যোহর চকবাজারস্থ প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ব শোকার্ত মানুষের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, প্রয়াত জননেতা কলিমউল্লাহ চৌধুরী সম্ভ্রান্ত পরিবারের সন্তান হলেও সাধারণ মানুষের প্রতি তাঁর অন্তরের টান ছিল। তিনি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হিসেবে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে একজন অকুতভয় সৈনিক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেনে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবেও মুক্তিযুদ্ধের অবিনাষী চেতনা ধারণ ও লালন করে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম এবং সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক জঙ্গিবাদ নির্মূলে দলের কর্মসূচি পালনে তিনি আন্তরিক ও একনিষ্ঠ ভূমিকা রেখে গেছেন। তাঁর রাজনৈতিক কর্মকা- ও জীবনাদর্শ চির স্মরণীয় হয়ে থাকবে। তিনি সাধারণ মানুষের আত্মার প্রতিচ্ছায়া। মরহুমের নামাজের জানাজা পরিচালনা করেন কাজী মঈন উদ্দিন আশরাফি। নামাজের জানাজায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এম. রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, উপ-প্রচার সম্পাদক শহিদুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমদ, নির্বাহী সদস্য আবুল মনছুর, বখতেয়ার উদ্দিন খান, সাবেক আওয়ামী যুবলীগের প্রেসিডিয়া সমস্য সৈয়দ মাহমুদুল হক, থানা আওয়ামী লীগের শাহাব উদ্দিন আহমেদ, আনসারুল হক, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোজাহেদুল ইসলাম, নাটাব চট্টগ্রামের সভাপতি মোরশেদুল আলম কাদেরী, ওয়ার্ড আওয়ামী লীগের মোহাম্মদ শামসুল আলম, মোজাহেরুল ইসলাম চৌধুরী, আতিকুর রহমান, শাহেদুল আলম শাকিল সহ অসংখ্য নেতাকর্মী প্যারেড ময়দায়ে নামাজের জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমের শাহ আমানত মাজার প্রাঙ্গণস্থ পারিবারিক কবরস্থানে মরহুম কলিমউল্লাহ চৌধুরী চির নিদ্রায় সায়িত হন।