বিএম কলেজে আন্ত: বিভাগীয় পরিচিতি সভা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এম এ আশরাফ, নিজস্ব প্রতিবেদক:

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ অর্থনীতি বিভাগের আয়োজনে “আন্ত: বিভাগীয় পরিচিতি সভা ও ক্যারিয়ার বিষয়ক” সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসের অডিটোরিয়াম কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অর্থনীতি বিভাগের চেয়ারম্যান সৈয়দ মারুফুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম।

অর্থনীতি বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে সেমিনারটি শুরু হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী বীথি খানম, তারিকা ইসলাম ও মো. হাসিবুর রহমান।

সেমিনারে অংশ নেওয়া অর্থনীতি বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজুুর রহমান শামীম বলেন, সেমিনারে অংশগ্রহণ করে আমাদের ক্যারিয়ার, দক্ষতা ও জ্ঞান এর পরিধিকে আরও সম্প্রসারিত হয়েছে। পরিকল্পনা, প্রস্তুতি আর কর্ম হলো জীবনের লক্ষ্য অর্জনের মূলমন্ত্র। ক্যারিয়ারের পরিকল্পনা করার সময় আমাদের অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন পরিকল্পনা করা উচিত যাতে একটা পরিকল্পনা ব্যর্থ হলে যেনো বিকল্প আরেকটা পরিকল্পনা থাকে। এছাড়া ক্যারিয়ারের সুবিধা-অসুবিধা সম্পর্কে সচেতন হতে হবে এবং নিজের উপর সম্পূর্ণ আস্থা রাখতে হবে।

সবশেষে, অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে আন্ত: বিভাগীয় পরিচিতি সভা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার পর্বের শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্ষ ও অর্থনীতি বিভাগের সিনিয়র স্টুডেন্টদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে বিভিন্ন শিক্ষার্থীরা তাদের দক্ষতা ও বিভিন্ন বিষয়ে তুলে ধরেন। এই সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।