বিএনপির জন্য নির্বাচন বসে থাকবে না: আ.স.ম ফিরোজ

বাউফল (পটুয়াখালী) প্রতিবেক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে তার জন্য নির্বাচন বসে থাকবে বলে মন্তব্য করেছেন সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি। শুক্রবার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া আ. রশিদ মিয়া ডিগ্রি কলেজ হল রুমে কাছিপাড়া ইউনিয়ন যুব ও মহিলা লীগের কর্মী সভায় এ মন্তব্য করেন তিনি।

আ.স.ম ফিরোজ বলেন,‘ সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশৃঙ্খলা সৃষ্টি ও সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। নির্বাচন হবে গণতান্ত্রিক নিয়মে সুষ্ঠু ও নিরপেক্ষ। জনগণ যাকে খুশি, তাকে ভোট দিবে। তবে কোন অবৈধ সরকারের অধীনে আর নির্বাচন এদেশে হবে না।

সাবেক চীফ হুইপ আরও বলেন, কারো নিষেধাজ্ঞায় বাংলাদেশ ভয় পায় না। যা একাত্তরেও পায়নি। যারা আজ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়, তারাই একাত্তরে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানকে সমর্থন করেছিল। পশ্চিমারা কখনোই বাংলাদেশের মঙ্গল চায় না। তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায়।

কর্মী সভায় নারীদের উদ্দেশ্য করে তিনি বলেন,‘ শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বিশ্ব দরবারে রোল মডেল। বাংলার পিছিয়ে পড়া নারীদের তিনি এগিয়ে নিয়েছেন। নারীরা আজ আত্মনির্ভরশীল। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে নারীরা পুরুষের সাথে সমান তালে এগিয়ে যাচ্ছে। আগামী দিনে নারীদের এ অগ্রযাত্রা ধরে রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে।

সভায় কাছিপাড়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি শাহনাজ পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য মো. আলাউদ্দিন মিয়া, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম নিশু. উপজেলা মহিলা লীগের সাধারন সম্পাদক ইয়াসমিন ফারুক, উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক সানজিন কবির নুপুর প্রমূখ।