বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে বাস কাউন্টার দখলে নিতে হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় বাস কাউন্টার পরিচালক মো. ফিরোজ খান (৩০) নামে একজনকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাওমালা ইউনিয়নের বাবুর হাট এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, স্থানীয় বাসিন্দা আকবর খানের ছেলে ফিরোজ খান বাবুর বাজারে দশমিনা-বগা-ঢাকা রুটের মুন ও তেঁতুলিয়া পরিবহন নামে দুটি বাসের টিকেট কাউন্টার পরিচালনা করে আসছিলেন। একই এলাকার মান্নান মৃধার ছেলে মো. আবু বকর ওই বাস কাউন্টার দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। এ নিয়ে দু পক্ষের মধ্যে উত্তেজনা বিরজ করছিল। তারা উভয়ই যুবলীগের রাজনীতির সাথে জড়িত। ঘটনার দিন বেলা সাড়ে ১১টার দিকে আবু বকর ৬/৭ জনের একটি দল নিয়ে কাউন্টার দখল করতে যান। এসময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ফিরোজকে ছুরি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন আবু বকর ও তার লোকজন। পরে স্থানীয়রা আহত ফিরোজ খানকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মিরাজুল ইসলাম মিরাজ বলেন, তার (ফিরোজ) পেটে ছুরির আঘাতের ক্ষত রয়েছে। অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ফিরোজকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গাইন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।