প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মা ও শিশুদের পুষ্টিকর খাবার

ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে শিশুরা যেন পুষ্টিহীনতায় না ভোগে সেদিকে লক্ষ্য রেখে শিশুদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক তালিকাভূক্ত ল্যাকটেটিং মাদারের সন্তানদের পুষ্টিকর খাবার নিশ্চিতে একশ’ জন শিশুর মাঝে পুষ্টিকর খাবার এবং তাদের মায়েদের জন্যও চাল, ডাল, আলু, লাউ ও পুঁইশাকসহ মিল্ক ভিটার দুধ প্রদান করেন।

এ সময় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম বলেন: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে কর্মক্ষম মানুষগুলো কর্মহীন হয়ে যাওয়ার কারণে এ শিশুদের বাবা-মায়েরা প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পাচ্ছেন। আমাদের আগামী প্রজন্মকে সুস্থ ও সুরক্ষিত রাখার লক্ষ্যে তাদেরকে সহযোগিতা প্রদান করা হচ্ছে। আগামীকাল থেকে এ তালিকায় যুক্ত হবে ডিম।

পরে তিনি সকলকে সুস্থ ও নিরাপদ থাকতে ঘরে থাকার আহ্বান জানান।