প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চট্টগ্রামঃ

গত ২৬ ফেব্রুয়ারি ‘দৈনিক আমার সংবাদ’ ও ডেইলি পোষ্ট পত্রিকায় ‘কি মধু তৌহিদে যার বাজেট শতকোটি টাকা’ শিরোনামে প্রকাশিত নিউজে আমাকে নিয়ে অসত্য তথ্য নির্ভর তথ্য উপস্থাপন করা হয়েছে। এতে করে আমাকে বেশ বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে এবং আমার যতেষ্ট মানহানি হচ্ছে। সংবাদটি পুরোপুরি ভুয়া, অসত, উদ্দেশ্য প্রণোদিত ও সাংবাদিকতা নীতি নৈতিকতা বিবর্জিত। প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দূর্নীতি এবং আওয়ামী দোসরসহ অভিযোগ উল্লেখ করা হয়েছে! যাহা সম্পূর্ন অসত্য ও মিথ্যা। আপনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে, আমি চাকুরির বিধিমালার পূর্নাঙ্গ নিয়ম অনুসরণ করি।

এছাড়াও সংবাদে বলা হয়েছে- ‘বিআরটিএ চট্টগ্রাম বিভাগে ফের তৌহিদকে আসতে একটি চক্র শত কোটি টাকা বাজেট করেছেন, এমন একটি আলোচনা চলছে।’ কারা কেন কিভাবে আমাকে বিআরটিএ’তে নিতে চায় সে ব্যাপারে কিছুই উল্লেখ করা হয়নি। সংবাদে আরও বলা হয়েছে, ‘বিআরটিএ থেকে আমি ২ হাজার কোটি টাকা নিয়ে গেছি। আর বিআরটিএ’তে অগ্নিকান্ডের ঘটনা ছিল পরিকল্পিত’।
আমি এই সংবাদের তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। এটি সম্পূর্ণ মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। অগ্নিকান্ডের ব্যাপারে সরকারের পক্ষ থেকে একাধিক তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে অগ্নিকান্ডের সূত্রপাতের কারণ, ক্ষয়ক্ষতিসহ তদন্ত প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ রয়েছে। এতদিন পর এর আমার ওপর দায় দেওয়া হলুদ সাংবাদিকতা ছাড়া আর কিছুই নয়। আমার মানসম্মান ক্ষুন্ন ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করেতে একটি সিন্ডিকেট সাংবাদিকদের দিয়ে এসব মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন প্রচার করছে।আমি এসব মিথ্যা ও বানোয়াট নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মোঃ তৌহিদুল হোসেন
উপ পরিচালক (ইঞ্জি)
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়।