নির্দলীয় সরকারের অধীনেই স্থানীয় নির্বাচন নিরপেক্ষ হবার সম্ভাবনা বেশী: সাহাবুদ্দিন লাল্টু

নির্দলীয় সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হবার সম্ভাবনা খুব বেশী বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি সাহাবুদ্দিন লাল্টু।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটেসে তিনি একথা বলেন।

সাহাবুদ্দিন লাল্টু বলেন: দলীয় সরকারের অধীনে কি স্থানীয় সরকার নির্বাচন কখনো নিরপেক্ষ হয়? ডিসি/এসপি সরকার দলীয় এমপি/মন্ত্রীর বাইরে গিয়ে কি নিরপেক্ষ থাকেন? সেজন‍্য নির্দলীয় সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হবার সম্ভাবনা খুব বেশী।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন: হাসিনা স্থানীয় নির্বাচনও দলীয় ভিত্তিতে করতে শুরু করেছিলেন। তার মানে প্রয়াত কোন জনপ্রিয় নেতার পরিবারের সদস‍্য হবার সুযোগ ব‍্যবহার করে রাজনৈতিক দলের শীর্ষ পদে যারা বসে গেছেন, তারা তাদের পরিবারের ইচ্ছার বাইরে কেউ যেন ইউপির সামান‍্য মেম্বারও হতে না পারেন, সে ব‍্যবস্থাই নিশ্চিত করতে চেয়েছেন। এখান থেকে দেশকে বের করে আনা জরুরী হয়ে পড়েছে।