ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদীতে দড়ি দিয়ে হাত বাঁধা অবস্থায় মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার কাশিপুর কাশিডাঙ্গা দিয়ে বয়ে যাওয়া তীরনই নদীতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করলে নিহতদের পরিচয় সনাক্ত করেন স্থানীয়রা।
নিহতরা হলেন, রাণীশংকৈল উপজেলার কাশিপুর এলাকার রহিম উদ্দিনের স্ত্রী নাসিমা বেগম (৪০), তার ছেলে শাওন (৮) ও সাফায়েত (৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১১টার সময় নদীতে মাছ মারতে আসা লোকজন লাশ তিনটির হাত দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পায়। প্রথমে দুটি লাশ ও পরে আরো একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। অনেক ধারণা করছে এটি পরিকল্পিত হত্যা কান্ড হতে পারে, আবার অনেক বলেছেন পরিবারের সাথে অভিমান করে হাত বেঁধে নদীতে ঝাঁপ দিয়ে এভাবে আত্মহত্যা করেছেন।
বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জানান, তারা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই মহিলা তার স্বামীর সাথে রাগারাগী করে সন্তানদের নিয়ে নিখোঁজ হন। তাদের পরিবারের লোক আজকে সকালে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন। তার কিছুক্ষণ পরেই খবর পাই তিনটি লাশ ভাসছে তীরনই নদীতে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের পরে বিষদ জানাযাবে।