দেশে ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন আরও পৌনে ১১ লাখ মানুষ

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ লাখ ৭৫ হাজার ৭৯২ জন প্রাণঘাতী করোনার টিকা গ্রহণ করেছেন।

সোমবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

শিক্ষার্থীসহ আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৮ লাখ ২৭ হাজার ৭৬৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৪৮ হাজার ২৮ জনকে। এরমধ্যে ১৯ হাজার ৮২২ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়ে এবং ৫০ জন নিয়েছে দ্বিতীয় ডোজ।

দেশে এখনও পর্যন্ত প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৬ কোটি ২ লাখ ৩৬ হাজার ১৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৬৬ লাখ ৮২ হাজার ৭৬৬ জন।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।