তিন মাদ্রাসার সবাই ফেল

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক
পটুয়াখালীর বাউফলে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল করছেন। শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো উপজেলার উত্তর দাশপাড়া দাখিল মাদ্রাসা, পশ্চিম কালিশুরী বালিকা দাখিল মাদ্রাসা ও উত্তর কেশবপুর বালিকা দাখিল মাদ্রাসা।

এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ হওয়ার পর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরুন্নবী।

খোঁজ নিয়ে জানা যায়, উত্তর দাশপাড়া দাখিল মাদ্রাসা থেকে এ বছর ১৫জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের কেউই পাশ করেন নি। একইভাবে পশ্চিম কালিশুরী বালিকা দাখিল মাদ্রাসা থেকে ১৩ জন ও উত্তর কেশবপুর বালিকা দাখিল মাদ্রাসা থেকে ১ জন শিক্ষার্থী অংশ নেন। তারাও ফেল করেছেন।

এছাড়াও ইন্দ্রকুল বালিকা দাখিল মাদ্রাসা থেকে ১২ জন অংশ নিয়ে একজন এবং পূর্ব ইন্দ্রকুল চৌমহনী বালিকা মাদ্রাসা থেকে ২৩ জন অংশ নিয়ে মাত্র ২জন পাশ করেছেন।

মাদ্রাসার শিক্ষার্থীদের এমন ফলাফলে হতাশা প্রকাশ করেছেন অনেকে। অভিভাবকেরা বলছেন,‘ শিক্ষার মান উন্নয়নে সরকার নানামূখি ব্যবস্থা নিলেও মাদ্রাসার শিক্ষকেরা যথাযথ দায়িত্ব পালেন করেন না। তারা নিয়মিত শ্রেণি কক্ষে পাঠদান দেন না। যার কারণে এমন ফলাফল হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক মাদ্রাসা শিক্ষক বলেন,‘ বিগত দিন পরীক্ষা কেন্দ্রে শিক্ষকেরা নকল সহায়তা দিয়ে শিক্ষার্থীদের পাশ করাতেন। এবছর ইউএনও কঠোরভাবে পরীক্ষা নিয়েছেন। নকল বিহীন পরীক্ষা হয়েছে। তাই যারা পড়াশুনা করেছেন তারাই পাশ করেছেন। বাকিরা সব ফেল।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বশির গাজী বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শোকজ করা হবে। একই এমপিও বাতিলের জন্য শিক্ষা বোর্ড ও মাদ্রাসা অধিদপ্তর বরাবর লিখিত আবেদন করা হবে।