ঢাবি ছাত্রী নুসরাতকে তুলে নেয়ার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাত তাবাস্সুমকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৭ জুলাই) দিবাগত রাতে তাদের তুলে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

নুসরাত তাবাস্সুম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের ছাত্র শক্তি নামে একটি ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। একইসঙ্গে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের চলমান আন্দোলনে লিডিং পর্যায়ে ছিলেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী।

কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সারাদেশে ব্যাপক ধরপাকড় চলছে। এর আগে, গত ১৭ জুলাই ডাকসুর সাবেক সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে আটক করে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির এলাকার ডাস চত্বর থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

আটকের সময় আখতার হোসেনকে মারধরও করা হয়। পরে কাভার্ড ভ্যানের ভেতর থেকে সাবেক এই ডাকসু নেতা বলেন, ‘সারাদেশের শিক্ষার্থীদের ওপর যেভাবে হামলা হয়েছে, এর দায় সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।’