ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট সাংবাদিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন রাজা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি…রাজিউন।রোববার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। স্ত্রী, ২ ছেলে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বাংলাদেশ টেলিভিশন ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও প্রেস কাবের সাবেক সভাপতি, বাংলাদেশর কমিউনিস্ট পার্টির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার মরদেহ ঠাকুরগাঁওয়ে আসার পর সোমবার সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁও প্রেসকাবে সাংবাদিক সমাজের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে সাড়ে ১০টায় প্রথম জানাযা এবং পরে বিকাল ৩টায় পীরগঞ্জ উপজেলার ভেলাতৈড় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রাষ্ট্রিয় মর্যাদা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে।
তাঁর মৃত্যুতে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, সাবেকস ভাপতি সৈয়দ মেরাজুল ইসলাম, জেলা জাসদের সভাপতি রাজিউর রহমান শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।