ঠাকুরগাঁওয়ে আবাসিক নূর বোডিংকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত আজ ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার মীর্জা পেট্রোল পাম্প সংলগ্ন আবাসিক হোটেল নূর বোর্ডিং এ গতকাল রাতে সরকারি নির্দেশনা অমান্য করে আবাসিক হোটেল খোলা রাখে এবং ১২ জন ব্যাক্তিকে সেই আবাসিকে রাখেন । রাখার খবর পেয়ে সকালে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন সদর থানার পুলিশ ফোর্স সহ সেখানে উপস্থিত হলে খবর পেয়ে ১২ জনের মধ্যে ৫ জন দেয়াল টপকে পালিয়ে যায়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আবসিক হোটেল নূর বোর্ডিং এর মালিক মিলননগর নিবাসী মোঃ মশিউর রহমান (৩৪) পিতা মোঃ আজিমুদ্দিন কে ৫০০০ টাকা জরিমানা এবং বোর্ডিং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন।

আর ঢাকা ও অন্য জেলা হতে আগত ৭ জনকে প্রত্যেককে ১০০০ টাকা করে জরিমানা করেন এবং তৎক্ষনাৎ তাদেরকে মুচলেকা দিয়ে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেন। এসময় তারা জরিমানা প্রদান করে সবাই আবসিক বোর্ডিং ত্যাগ করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন প্রিয়দেশকে জানান।