ঠাকুরগাঁওয়ে গভীর রাতে যাত্রীবাহী পিকআপ প্রবেশ করায় জরিমানা

করোনাভাইরাস পরিস্থিতিতে দিনের বেলায় যাতায়াতে সুবিধা করতে না পেরে একশ্রেণির অতি লোভী গাড়ী চালকেরা বেশি ভাড়ায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে মরিয়া হয়ে উঠছে। তারা গভীর রাতে রওনা হয়ে সকাল হওয়ার আগেই তাদের গন্তব্যে নামিয়ে দিয়ে ফিরে যাচ্ছে।

কিন্তু করোনার কারণে লকডাউন হওয়া জেলা ঠাকুরগাঁওয়ের প্রশাসনের তৎপরতায় বারবার তা ভেস্তে যাচ্ছে। উল্টো জরিমানা দিয়ে যাত্রীদের নিয়ে ফেরত যেতে হচ্ছে তাদের।

গতকাল শনিবার দিবাগত রাতে একই ঘটনা ঘটে ঠাকুরগাঁওয়ের প্রবেশদার ২৯ মাইল নামক এলাকায়।

সিরাজগঞ্জ থেকে আগত একটি প্রাইভেট কার ও দিনাজপুর থেকে আগত পিকআপে ৩ যাত্রীকে আটক করে পুলিশ। পরে খবর পেয়ে সেখানে ছুটে যান সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, সদর থানার ওসি তানভিরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তূজা।

এসময় ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে কার চালক সিরাজগঞ্জ নিবাসী মোঃ জিল্লুর রহমানকে ৪০০০ টাকা জরিমানা করা হয় এবং গাড়িটিকে সেখান থেকে ফেরত পাঠানো হয়। অন্যদিকে দিনাজপুর থেকে আগত পিকআপের যাত্রীরা ফেরত যেতে অস্বীকৃতি জানালে চালকসহ চারজনকে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়।

সদর থানার ওসি তানভিরুল জানান, ঠাকুরগাঁওবাসিকে নিরাপদে রাখতে আমাদের চেষ্টার কোন কমতি নেই। তারপরও যদি কেউ অন্য জেলা থেকে ঠাকুরগাঁওয়ে প্রবেশ করে থাকে তাহলে সাথে সাথে সদর থানাকে বিষয়টি অবহিত করার অনুরোধ জানাচ্ছি।