শস্যভান্ডার নামে পরিচিত দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও। দেশের মোট উৎপাদিত শস্যের একটা বিশাল অংশই এ জেলার। সম্প্রতি সারা দেশ সহ এ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছেন মাঠ চাষীরা। আর এর সরাসরি প্রভাব পড়েছে জেলার সব ধরনের সবজি বাজারে।
বর্তমানে এখানকার বাজারগুলোর আলু এবং পেঁয়াজের মূল্য সাধারণ ক্রেতাদের ক্রয়সীমার উর্ধ্বে রয়েছে।
লাফিয়ে বাড়ছে আলু এবং পেঁয়াজের মূল্য। এই মূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলার বিভিন্ন বাজার ও কোল্ডস্টোরেজগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করছেন জেলা প্রশাসনের নিয়োজিত কর্মকর্তাবৃন্দ। গত দুই দিনে সদর উপজেলার বিভিন্ন বাজার ও প্রতিষ্ঠিত কোল্ডস্টোরেজে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
তিনি আরো জানান, আলু ও পেঁয়াজের মূল্য বৃদ্ধির সাথে কোনো অসাধু চক্র জড়িত আছে কি না তা খতিয়ে দেখার এবং আলু সংরক্ষণকারীদের তালিকা সঠিকভাবে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।