১৪ মে বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার পৌরসভার কালীবাড়ি ক্লাবপাড়ার আব্দুল জব্বার(৬৫) এর ছেলে জনি (২৮)কে এর আগে মাদক গ্রহন করে পিতা মাতাকে মারধর করার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার কারাদণ্ড প্রদান করেন।কারাগার থেকে বের হয়ে ২ দিনের মাথায় পুনরায় বাসা থেকে টাকা চুরি করে মাদক গ্রহণ করে আবারও পিতা মাতাকে প্রহার করলে আব্দুল জব্বার উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশ ফোর্স সহ সেখানে উপস্থিত হয়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অবৈধ স্থাপনা উচ্ছেদ – হাট বাজার সীমিত আকারে চালু করা হয়েছে,ঠাকুরগাঁও জেলার সদর জগ্ননাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ী হাটের তোহা বাজারে সরকারি জায়গায় প্রায় ৪১টি দোকান অবৈধভাবে টিন চালা সহ স্থাপনা করে,। তাদের বার বার বলা সত্ত্বেও স্থাপনা না সরালে ১৪ মে বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন সহকারী কমিশনার ভূমি বহ্নি শিখা আশা সহ পুলিশ ও আনসার বাহিনীকে নিয়ে সরকারি হাটের জমি থেকে ৪১টি দোকানের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বার ও জনসাধারণ উপস্থিত ছিলেন। এসময় সরকারি জমিতে অবৈধ ভাবে বসবাসরত ১০টি পরিবারকে ১৫দিন করে সময় দেবার জন্য ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার ভূমিকে নির্দেশনা দেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রিয়দেশ কে জানন।