অমিত বণিক: নবজাতক শিশুর যত্ন ও পরিচর্যার অংশ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এসেনসিয়াল নিউ বর্ন কেয়ার সেবা নিশ্চিত করার লক্ষে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, মিডওয়াইফ সহ বিভিন্ন শ্রেণির স্বাস্থ্য কর্মীদের ধারাবাহিক প্রশিক্ষণ দিচ্ছেন অত্র হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. নয়ন কান্তি পাল।
তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে কিভাবে একজন নবজাতকের গুরুত্বপূর্ণ এ সেবা সমূহ প্রদান করা যায় তা হাতে কলমে দেখান এবং এই ব্যাপারে বিশদ আলোচনা করেন অংশগ্রহণকারীদের মাঝে।
উত্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রনয় রুদ্র আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা.মো:এনামুল হক এবং মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডা.রিয়াদ মোহাম্মদ সাঈদ চৌধুরী।