ছাত্রদল চাইলে গুপ্ত সংগঠনের অস্তিত্ব বিলুপ্ত করতে পারে : ছাত্রদল সভাপতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “ছাত্রদল যদি মনে করে থাকে যে এই বাংলাদেশে কোন গুপ্ত সংগঠনের অস্তিত্ব রাখবে না, ছাত্রদল তা বাস্তবায়ন করার ক্ষমতা রাখে।”

বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের সভাপতি রাকিব এই মন্তব্য করেন। এছাড়াও তিনি আরও বলেন, “কেউ কোনদিন বলতে পারবে না যে ছাত্রদল দ্বারা কেউ সামান্যভাবে প্রভাব প্রতিপত্তির শিকার হয়। আমরা এ ধরনের রাজনীতি থেকে বের হয়ে আসছি। আমরা সর্বোচ্চ পরিমাণে ধৈর্য ও সহনশীল রাজনীতির পরিচয় দিয়ে যাচ্ছি।”

গুপ্ত রাজনীতির বিষয়ে রাকিব বলেন, “বাংলাদেশে যারা গুপ্ত রাজনীতি করে তারা ছাত্রদলের এই ধরনের রাজনীতি বিশ্বাস করতে পারছে না। ছাত্রদলের ভালো কাজের জন্য গুপ্ত সংগঠন গুপ্ত থাকার সিদ্ধান্ত নিয়েছে। তাদের ক্যাম্পাস কমিটি গুলো ২ সদস্য, ৩ সদস্য হয়ে থাকে। এ বিষয়ে যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় তখন তারা কোন সদুত্তর দিতে পারে না।”

এছাড়াও ছাত্রদল সভাপতি ছাত্রশিবিরকে ইঙ্গিত করে বলেন, “আমরা দীর্ঘদিন ছাত্র রাজনীতি করছি আমাদের অভিজ্ঞতায় বলে ছাত্রদলের মতো তাদের কোন সৎ সাহস নেই যে তারা প্রকাশ্যে এসে সাধারণ শিক্ষার্থীদের নিকট তাদের আদর্শকে বিলিয়ে দিবে, তাদের আদর্শকে প্রচার করবে।”

উল্লেখ্য, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা এবং সঞ্চালনার দায়িত্ব ছিল ওয়াসিম আহমেদ অনীক।