রিয়াজ উদ্দিন: চট্টগ্রামের ইপিজেড থানাধীন সিইপিজেডস্থ টীম এ্যাপারেলস নামক ফ্যাক্টরীর জানালার গ্রিল কেটে ৬ লক্ষাধিক টাকার মালামাল চুরির মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়।
ইপিজেড থানা পুলিশ জানায়, অজ্ঞাতনামা চোরেরা ফ্যাক্টরীতে প্রবেশ করে সিলিং ফ্যান (৪০)টি, মূল্য অনুমান ১,২০,০০০/-টাকা, সুইং মেশিন হেড ৩০ পিচ, মূল্য অনুমান ৪,০০,০০০/-টাকা, সুইং মেশিনের মোটর ৩০ পিচ, মূল্য অনুমান ৯০,০০০/-টাকা, ইলেকট্রিক ওয়্যার ৪,০০০ মিটার, মূল্য অনুমান ২০,০০০/-টাকাসহ সর্বমোট ৬,৩০,০০০(ছয় লক্ষ ত্রিশ হাজার) টাকার মালামাল চুরি করে নিয়ে যায় মর্মে বাদী মোঃ এহসানুল হক ইপিজেড থানায় লিখিত এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ ইপিজেড থানার মামলা নং-৬, তারিখ-২০/০১/২০২৪ ইং, ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড রুজু করেন।
সহকারী পুলিশ কমিশনার (বন্দর) জোন, মোঃ মাহামুদুল হাসান এর দিক নির্দেশনায় ইপিজেড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জামাল উদ্দিন এর নের্তৃতে এসআই/ মোশারফ হোসেন, এএসআই/ শরিফুল ইসলাম, এএসআই/ শামছুদ্দিন, এএসআই/ ইমাম হোসেন সহ চট্টগ্রাম মহানগর এলাকায় অভিযান পরিচালনা করিয়া চাদগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা হইতে ঘটনায় জড়িত আসামী মোঃ সুমন ওরফে ডার্বি (২৫), পিতা-আব্দুল বারেক, মাতা-ময়ফুল বেগম, সাং-ফরিদাবাদ, ১২নং আহমদপুর ইউনিয়ন, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, বর্তমানে-ব্যরিস্টার কলেজ রোড, মহিউদ্দিন কলোনী, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদ শেষে তার দেখানো ও সনাক্ত মতে সিএমপি’র বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর টেকের মোড় রেলবিট মাহাবুব কলোনী হইতে ৩০ টি সিলিং ফ্যানের বডি, ৮৭ টি সিলিং ফ্যানের ডানা (ব্লেড), ১২টি মোটর, ১০ ব্যাটারী সহ আরো কিছু চোরাই মালামাল উদ্ধার করেন।
গ্রেপ্তার আসামীকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় ইপিজেড থানা পুলিশ।