শাহাদাত হোসেন নোবেল, দিঘলিয়া (খুলনা)
খুলনার দিঘলিয়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে অধিনায়ক বানৌজা তিতুমীর ক্যাপ্টেন আশরাফুজ্জামান। পূজামন্ডপ গুলিতে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় গৃহীত পদক্ষেপ সরেজমিনে দেখার জন্য গত সোমবার (৭ অক্টোবর) দুপুর ১২ টায় ক্যাপ্টেন মোঃ আশরাফুজ্জামান দিঘলিয়া উপজেলা চত্বরে পৌঁছালে দিঘলিয়া উপজেলার দায়িত্বে নিয়োজিত যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার বাংলাদেশ নেভির লেফটেন্যান্ট কমন্ডার মোঃ মহিউদ্দিন মাহমুদ, (এস), বিএন (পি নং ২৬৫০) উপজেলার পুজামন্ডপ গুলির ভৌগলিক অবস্থান, ইউনিয়নগুলির পূজামণ্ডপ সংখ্যা ও স্থানীয়ভাবে পূজামন্ডপ গুলোতে শৃঙ্খলা রক্ষায় নেওয়া পদক্ষেপগুলির বর্ণনা দেন।
পূজা মন্ডপ সমূহ পরিদর্শন কালে দিঘলিয়া উপজেলায় নিয়োজিত যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার বাংলাদেশ নৌ বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মহিউদ্দিন মাহমুদ (এস), উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ, লেফটেন্যান্ট আব্দুল বাছেদ পাঠান টুটুল (এক্স) এবং বাংলাদেশ নেভির বিভিন্ন পর্যায়ের অন্যান্য অফিসার ও সদস্যবৃন্দ তার সঙ্গে ছিলেন।
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাৎসবকে সামনে নিয়ে অধিনায়ক বানৌজা তিতুমীর ক্যাপ্টেন মোঃ আশরাফুজ্জামান (এনডি), এনজিপি, পিএসসি, বিএন( পিনং ১২৭০) পূজামন্ডপগুলোতে শান্তি শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ সরেজমিনে পরিদর্শন করেন ও বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এসময় বাংলাদেশ নেভির বিভিন্ন পর্যায়ের অন্যান্য অফিসার ও সদস্যবৃন্দ তার সঙ্গে ছিলেন। এছাড়াও শেখ জাহিদ্দুজামান,ডাঃ সৈয়দ আবুল কাসেম, ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, এসএম মেহেদী হাসান, রুবেল, এস এম শামীম, শেখ শামীমুল ইসলাম, আনোয়ার হোসেন ছিলেন।