কেশবপুরে মধুমেলা উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

মাসুম বিল্লাহ, কেশবপুর প্রতিনিধিঃ

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৫ উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১১ জানুয়ারি) দুপুরে যশোর জেলা প্রশাসনের আয়োজনে মহাকবির স্মৃতিবিজড়িত জন্মস্থান সাগরদাঁড়ি মধু মঞ্চে ওই আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) যশোরের যুগ্ম মহাপরিচালক আবু জায়েদ পারভেজ, র‍্যাব-৬ যশোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (এএসপি) হাবিবুর রহমান, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবির) ৪৯ এর এ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সোহেল আল মুজাহিদ, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট আল-আমিন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির পলাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের প্রতিনিধি এস কে সুজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেশবপুরের প্রতিনিধি সম্রাট হোসেন,কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সাংবাদিক জয়দেব চক্রবর্তী।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।