করোনায় মৃত্যু সাড়ে ৫৪ লাখ ছাড়ালো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সাড়ে ৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, শনিবার (১ জানুয়ারি) সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ লাখ ৫২ হাজার ৯০০ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৮ কোটি ৮৫ লাখ ১৩ হাজার ২৬৬ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৩৬ লাখ ৮৭ হাজার ৭১৪ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৬২৭ জন। এর আগের দিন করোনায় মারা ৭ হাজার ৩৩০ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ৩২ হাজার ৮২৪ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি দেশটিতে ৩ লাখ ৪৬ হাজার ৯২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৭১৩ জন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৫ কোটি ৫৬ লাখ ৯৬ হাজার ৫০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, করোনায় প্রাণ গেছে ৮ লাখ ৪৬ হাজার ৯০৫ জনের।

গত এক দিনে করোনায় সবেচেয়ে বেশি ৯১২ জন মারা গেছে রাশিয়া। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৩৮ জনের। রাশিয়ায় এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৯ হাজার ৯৮২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৩ লাখ ৮ হাজার ৮৬০ জন।