সরকার চাইলে ছয় মাসে ভোটের প্রস্তুতি সম্ভব
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
দুই বছর আগে দশরথ রঙ্গশালাতেই নেপালকে কাঁদিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ। নেপাল আজ আবার কাঁদল। কিন্তু সান্ত্বনা তাদের একটাই, যোগ্যতর দল জিতেছে। স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখেছেন লাল–সবুজের অদম্য মেয়েরা। দেশের ফুটবলে যা নতুন এক ইতিহাস। বড় কোনো শিরোপা জিতে সেটি ধরে রাখার কীর্তি ছেলেরা দেখাতে পারেননি কখনো। সাবিনা খাতুনের নেতৃত্বে পেরেছেন মেয়েরা।
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
- প্রথম আলো
- নেপালকে আবারও কাঁদিয়ে চ্যাম্পিয়ন অদম্য বাংলাদেশই
বিরতির পরপরই মনিকা চাকমা বক্সের ভেতরে থেকে দারুণ প্লেসিংয়ে যখন বাংলাদেশকে ১-০ গোলে এগিয়ে নেন, দশরথের ভরা গ্যালারিতে নেমে আসে নিস্তব্ধতা। আবারও কী আশাভঙ্গের বেদনায় পুড়তে যাচ্ছে নেপাল! এই হাহাকার ততক্ষণে ছড়িয়ে পড়েছে হিমালয়ের দেশটিতে। কিন্তু ৫৩ মিনিটে নেপালের আক্রমণের অন্যতম প্রাণ আমিশা কার্কি বাংলাদেশের রক্ষণ চিড়ে ভেতরে ঢুকে পড়েন। ঠান্ডা মাথায় গোলরক্ষক রুপনা চাকমার পাশ দিয়ে তাঁর প্লেসিং নিস্তব্ধ গ্যালারিকে আবার জাগিয়ে তোলে।
- বণিক বার্তা
- বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের জোগান নিয়ে বিপত্তি, শিগগিরই মিলছে না সমাধান
বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোয় প্রতিদিন গ্যাস প্রয়োজন ১২০ কোটি ঘনফুট। সরবরাহ হয় প্রায় ৯২ কোটি ঘনফুটের মতো।
বিদ্যুৎ খাতে গ্যাসের চাহিদা ও সরবরাহের এ অসামঞ্জস্য চলছে দীর্ঘদিন ধরে। সরবরাহ না থাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এখন গ্যাসের বড় ও অত্যাধুনিক ব্যয় সাশ্রয়ী কেন্দ্রগুলো চালু রাখতে পারছে না। বিদ্যুতের চাহিদামাফিক উৎপাদন না হওয়ায় সম্প্রতি লোডশেডিং করতে হয় বিপিডিবিকে।
- কালবেলা
- প্রতারণায় দশে দশ টপটেনের হোসেন
নব্বইয়ের দশকে রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি দোকান ভাড়া নিয়ে তিন ভাই মিলে শুরু করেন জামা-কাপড়ের ব্যবসা। তিন ভাইয়ের মেধা ও অক্লান্ত পরিশ্রমে মাত্র এক দশকেই ব্যবসা ফুলেফেঁপে ওঠে। প্রতিষ্ঠানটি রূপ নেয় লিমিটেড কোম্পানিতে। এরপর ছয়টি লিমিটেড কোম্পানি নিয়ে গড়ে ওঠে গ্রুপ অব কোম্পানিজ। সব ঠিকঠাকই চলছিল। বিপত্তি বাধে যখন দুই ভাই জানতে পারেন, মেজো ভাই তাদের ঠকিয়ে কোম্পানির শত শত কোটি টাকা সরিয়ে নিজের নামে সম্পদ গড়েছেন।
প্রতিবাদ করায় বড় ও ছোট ভাইয়ের নামে থাকা কোম্পানির ৪০ শতাংশ শেয়ার বাতিল করে নিজের ও দুই স্ত্রীর নামে নেওয়ার চেষ্টা করেন মেজো ভাই। বিষয়টি জানাজানি হলে সেটি আর সম্ভব হয়নি। এরপর মালিকানা থাকলেও দুই ভাইয়ের জন্য কোম্পানিতে প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেইসঙ্গে কোম্পানির সব আয়-ব্যয়ের হিসাব এবং লভ্যাংশ দেওয়া বন্ধ করে দেন মেজো ভাই। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশিদকে দিয়ে হুমকি-ধমকি দেওয়ান সহোদরদের। প্রভাশালীদের সঙ্গে সখ্য গড়ে আপন দুই ভাইয়ের সঙ্গে এমন ভয়াবহ প্রতারণা করা ব্যক্তির নাম মো. সৈয়দ হোসেন। তিনি জনপ্রিয় ‘টপটেন’ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। আর প্রতারিত দুই ভাই হলেন বড় ভাই মো. আব্দুল আউয়াল ও ছোট ভাই মো. উজ্জ্বল।
- সংবাদ
- নড়াইলে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
নড়াইলে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) ভোররাতে সদর উপজেলার তুলারামপুর এলাকার নড়াইল-ঢাকা-বেনাপোল মহাসড়কে এ ঘটনা ঘটে বলে নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান। তারা হলেন-নুরনবী (৩০), দুলাল মিয়া (২৮) ও জান্নাতুল শেখ (৩০)। তাদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তুলারামপুর এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটছে। ভোরে ওই এলাকার তরফদার বখতিয়ার হোসেন হান্নান নামের একজনের বাড়িতে তিনজন গরু চুরি করতে যায়। এ সময় কুকুর ডাকার শব্দে বাড়ির মালিক টের পেয়ে চিৎকার শুরু করেন।
- ইত্তেফাক
- সরকার এখনো নির্বাচনের রূপরেখা চূড়ান্ত করেনি
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনসূ বলেছেন, ক্ষমতায় থাকাকালীন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ‘ফ্যাসিবাদের সব বৈশিষ্ট্য’ প্রকাশ করেছে। স্বল্প মেয়াদে হলেও নিশ্চিতভাবেই তার (শেখ হাসিনা) এবং তার দল আওয়ামী লীগের কোনো জায়গা নেই বাংলাদেশে।
যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এসব মন্তব্য করেন। গতকাল বুধবার পত্রিকাটির অনলাইন সংস্করণে এই সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে।
- যুগান্তর
- সরকার চাইলে ছয় মাসে ভোটের প্রস্তুতি সম্ভব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ, নতুন রাজনৈতিক দল নিবন্ধন এবং নির্বাচনি মালামাল সংগ্রহের মতো প্রস্তুতিমূলক কাজগুলো আবারও করতে হবে নির্বাচন কমিশন সচিবালয়কে।
এসব কার্যক্রম একসঙ্গে পুরোদমে চালালে আগামী ছয় মাসে তা শেষ করা সম্ভব বলে মনে করেন নির্বাচন কমিশনের কর্মকর্তা ও নির্বাচন বিশেষজ্ঞরা। ওইসব কাজ শেষ করার পর নির্বাচনের তফশিল ঘোষণা করতে পারবে নতুন নির্বাচন কমিশন। সাধারণত তফশিল ঘোষণার ৪৫-৬০ দিনের মধ্যে ভোটগ্রহণ হয়। সেক্ষেত্রে সরকার চাইলে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব।
- সমকাল
- গ্যাস সংকটে থমকে গেছে উৎপাদন, হুমকিতে শিল্প
সরবরাহ না বাড়ায় দেশে গ্যাস সংকট বেড়েই চলছে। দিনে গ্যাসের ঘাটতি প্রায় ১৩৫ কোটি ঘনফুট। গ্যাসস্বল্পতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাত হচ্ছে শিল্প। চাহিদার চেয়ে ৩০ শতাংশ কম গ্যাস পাচ্ছে শিল্পকারখানা। গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, চট্টগ্রাম, নরসিংদীসহ দেশের শিল্পাঞ্চলগুলোতে এই সমস্যা দিন দিন প্রকট হচ্ছে।
গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন। অনেক কারখানা হুমকিতে, আবার কোনোটি বন্ধের পথে। বাধ্য হয়ে শ্রমিক ছাঁটাই করছেন মালিকরা। উৎপাদন কম হওয়ায় কমছে পণ্য রপ্তানি, বিদেশ থেকে বাড়ছে কাঁচামাল আমদানি। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়ছে। গ্যাস সংকটের দ্রুত সমাধান না হলে অর্থনীতিতে অশনিসংকেত দেখছেন সংশ্লিষ্টরা।
- যুগান্তর
- রাজনৈতিক প্রভাব খাটিয়ে ২ হাজার কোটি টাকা ঋণ
রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংক থেকেও দুই হাজার কোটি টাকা বের করে নিয়েছেন নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার। তিনি বেসরকারি সব ব্যাংকের মালিকদের সংগঠন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিলেন।
বর্তমানে এসব ঋণের ২১৫ কোটি টাকা মেয়াদোত্তীর্ণ। ধীরে ধীরে ঋণগুলো খেলাপি হওয়ার পথে। খাত সংশ্লিষ্টরা বলছেন, ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। সেটাকে পুঁজি করে ব্যাংক খাতে এসব অপকর্ম করেন নজরুল ইসলাম মজুমদার।
- কালের কণ্ঠ
- প্রভাবশালী ২২ জন কর গোয়েন্দাজালে
ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগ আমলের দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের খবর বের হচ্ছে একে একে। শুধু মন্ত্রী আর এমপিই নন, ক্ষমতার কাছাকাছি থাকা আমলা, পুলিশ, সাংবাদিক, প্রকৌশলী, ছাত্রনেতা, ব্যবসায়ীসহ কমবেশি সব শ্রেণি-পেশার মানুষই দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন।
এই রকম বিভিন্ন শ্রেণি-পেশার ২২ জন প্রভাবশালী ব্যক্তির কর ফাঁকি এবং মুদ্রাপাচারের তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। সন্দেহে থাকা প্রভাবশালী ২২ জনের নামের তালিকা কালের কণ্ঠের এই প্রতিবেদকের হাতে এসেছে।
- যুগান্তর
- মন্নুজানের ‘পুত্র’ পরিচয়ে রাজত্ব করেন ১৭ বছর
খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের সাবেক পরিচালক মিজানুর রহমানের অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। তিনি খুলনা-৩ আসনের সাবেক সংসদ-সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের আস্থাভাজন হিসাবে খুলনায় ১৭ বছর ‘রাজত্ব’ করেছেন।
ক্ষমতার দাপটে গত বছর জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পরিচালকের পদটিও বাগিয়ে নিয়েছেন তিনি। পাশাপাশি মিল দখল, বাড়ি নির্মাণ, ঘুস ছাড়া কাজ না করা, অফিসের কর্মচারীদের ব্যক্তিগত কাজে ব্যবহারসহ নানা অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু হয়েছে।
- কালের কণ্ঠ
- পল্টি খাওয়া নেতাদের হাল-হকিকত
দ্বাদশ জাতীয় সংসদের একপক্ষীয় নির্বাচনের কিছুদিন আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও তৎকালীন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির কারাবন্দি নেতাদের নির্বাচনে আনার চেষ্টা সম্পর্কে বলেছিলেন, ‘তাঁদের প্রস্তাব দেওয়া হয়েছিল, তাঁরা যদি নির্বাচনে অংশ নেন, জেল থেকে ছেড়ে দেওয়া হবে।’ অনেকে মনে করেন, এই প্রচেষ্টায় সফলতার অন্যতম উদাহরণ বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর।
রাজধানীর নিউ মার্কেট এলাকায় বাসে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা অবস্থায় ২০২৩ সালের ২৯ নভেম্বর হঠাৎ জামিনে মুক্ত হয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হন। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অবস্থায় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেছিলেন, এই সরকারের অধীনে যারা ভোটে যাবে তারা মোনাফেক।
- প্রথম আলো
- অলাভজনক ও অপচয়ের ৩০ অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন নেন মন্ত্রী-সচিব-রাজনীতিবিদেরা
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একসময়ের একান্ত সচিব (পিএস) ছিলেন সাজ্জাদুল হাসান। ২০১৫ সাল থেকে তিন বছর ছিলেন এ পদে। সে সময় ক্ষমতার অপব্যবহার করে চাপ দিয়ে সরকারের কাছ থেকে নিজ জেলা নেত্রকোনায় একটি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন নেন সাজ্জাদুল।
পিএস থেকে ২০১৮ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হয়ে অর্থনৈতিক অঞ্চলের জন্য দেড় হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেন। ওই বছর শেখ হাসিনা ময়মনসিংহ সফরে গিয়ে ‘নেত্রকোনা বিশেষ অর্থনৈতিক অঞ্চল’–এর ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। অনুমোদন নেওয়ার পর ৯ বছর পেরিয়ে গেলেও অর্থনৈতিক অঞ্চলটির কোনো কাজই হয়নি।
- কালের কণ্ঠ
- সিগন্যাল বাতির গচ্চা ২০০ কোটি
‘গচ্চা গেছে ২০০ কোটি টাকা সঙ্গে ২০ বছর সময় ও শ্রম, বিদ্যুৎ—সবই গচ্চা। অথচ কোনোভাবেই রাজধানীর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার কোনো উন্নতি হয়নি। বছর বছর নেওয়া হয়েছে নতুন নতুন প্রকল্প। অথচ জ্বলে না ট্রাফিক সিগন্যালের বাতি।
দীর্ঘ সময় ধরে ব্যর্থ সিটি করপোরেশন রাজধানীর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা নিয়ন্ত্রণের দায়িত্বও ছাড়ছে না। নির্দিষ্ট সময় পর পর নগরপিতা পাল্টালেও রাজধানীবাসীর দুঃখ-দুর্দশা দূর না করে তাঁরা নিজেদের আখের গুছিয়েছেন। তবে রাজধানীর মধ্যেই ক্যান্টনমেন্ট এলাকায় ২৪-২৫ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে জ্বলছে সিগন্যাল বাতি।’
- বণিক বার্তা
- ন্যাশনাল ব্যাংকের দায়িত্ব নিয়ে বিপদে আছেন আব্দুল আউয়াল মিন্টু
বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠাতাদের একজন ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু। প্রতিষ্ঠার পর থেকে টানা দুই দশক তিনি ব্যাংকটির পরিচালক ছিলেন। দায়িত্ব পালন করেছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদেও। প্রায় ২১ বছর পর আবারো ন্যাশনাল ব্যাংকের পর্ষদে ফিরেছেন। তবে দীর্ঘ বিরতির পর ফিরে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাকে। গত দেড় দশকের অনিয়ম-দুর্নীতিতে ন্যাশনাল ব্যাংক এখন বিপর্যস্ত। নগদ টাকার তীব্র সংকটের কারণে আমানতকারীদের অর্থও ফেরত দিতে ব্যর্থ হচ্ছে ব্যাংকটি।
এক সময় বিস্তৃত ট্রেজারি কার্যক্রমের জন্য সুখ্যাতি ছিল ন্যাশনাল ব্যাংকের। সরকারকে ঋণের জোগান দেয়ার পাশাপাশি দেশের ব্যাংকগুলোকেও নিয়মিত অর্থ ধার দিত ব্যাংকটি। সেসব সুনাম এখন কেবলই দূর অতীত। গত দেড় দশকের অনিয়ম-দুর্নীতির ধকল সামলাতে গিয়ে এখন নিজেদের দৈনন্দিন লেনদেনই মেটাতে পারছে না ন্যাশনাল ব্যাংক। নগদ টাকার সংকটে ‘ক্যাশ কাউন্টার’ও বন্ধ হওয়ার পথে। চাহিদা অনুযায়ী টাকা দিতে ব্যর্থ হওয়ায় গতকাল সিলেটে ব্যাংকটির শিবগঞ্জ শাখায় বিক্ষুব্ধ গ্রাহকরা তালা ঝুলিয়ে দিয়েছেন।
এছাড়া খালেদা জিয়ার ১১ মামলা বাতিল করেছেন হাইকোর্ট; সাত কলেজের আন্দোলন / দীর্ঘমেয়াদি সংকটের শঙ্কা; সাত কলেজের আন্দোলন / শিক্ষার্থীদের ‘ব্লকেডে’ ঢাকায় জনভোগান্তি; মূল্যস্ফীতি কমানোতে জোর ট্রাম্প-কমলার; শ্যামাপূজা ও দীপাবলি আজ; প্রধান উপদেষ্টার প্রেস উইং / ডিসি নিয়োগে ঘুষের সত্যতা মেলেনি; বিদেশে নয়, প্রশিক্ষণ হবে দেশেই; ইউপিডিএফের ৩ কর্মীকে গুলি করে হত্যা; সাত জেলায় ১০ খুন—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।