আয়না ঘর থেকে মুক্তির পর এই প্রথম বাবার কবর জিয়ারতে মানিকগঞ্জে ব্যারিস্টার আরমান

মোমিনুর রহমান, মানিকগঞ্জ:

ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের নির্মম নির্যাতনের শিকার, শহীদ মীর কাসেম আলী-এর সুযোগ্য সন্তান ব্যারিস্টার আরমান দীর্ঘদিন “আয়না ঘর”-এ অমানবিক যন্ত্রণা সহ্য করেছেন। ৫ই আগস্টের ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারের পতনের পর তিনি বন্দিদশা থেকে মুক্ত হন।আয়না ঘরের অমানবিক বন্দিজীবন তাকে শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত করে তুলেছিল। তবে দীর্ঘ চিকিৎসা শেষে, আলহামদুলিল্লাহ্‌, তিনি এখন স্বাভাবিক জীবনে ফিরেছেন।এবার, তিনি আসছেন নিজ পৈতৃক ভিটা চালা গ্রামে, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন তার শ্রদ্ধেয় পিতা, মহান রাহবার শহীদ মীর কাসেম আলী।আজ শুক্রবার, (২৮শে ফেব্রুয়ারী)সকাল ১১টায় তিনি চালা গ্রামে পৌঁছানএবং তার বাবার কবর জিয়ারত করেন।  অশ্রু কন্ঠে মহান রবের নিকট তুলে ধরেন তার বাবার স্মৃতি ও ন্যায়সংগত সংগ্রামের কথা।মহান রবেব নিকট শহিদী মর্যাদা কামনা করেন। পরবর্তী তে একালার লোকদের সাথে কুশল বিনিময় করেন।তাকে ঝরিয়ে ধরে অসংখ্য মানুষ কান্নায় ভেঙে পড়েন।

পরবর্তীতে,চালা মসজিদে জুমার নামাজ আদায় করেন।ব্যারিস্টার আরমান একজন আদর্শ বাবার আদর্শের সৈনিক, ন্যায়ের সংগ্রামের পথিক। তার বাবার আত্মত্যাগ এবং জামায়াতে ইসলামীর দ্বীনি ও রাজনৈতিক আদর্শের জন্য তার সংগ্রাম চলিয়ে যাবেন।

এ সময় আরো উপস্হিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা দেলওয়ার হুসাইন বলেন,জেলা আমীর মাওলানা হাফেজ মো: কামরুল ইসলাম,ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু.জাহিদুর রহমান,জামায়াতের জেলা সেক্রেটারী মাওলানা নূরুল ইসলাম,প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ তসলিম উদ্দিন মানিকগঞ্জ পৌর আমীর হুমায়ন কবির,সদর থানা সভাপতি ফজলুর রহমান,সিংগাইর থানা সভাপতি মাওলানা আব্দুল মান্নান,হরিরামপুর থানা আমীর হাফেজ লোকমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।